Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday, June 21, 2015

কবুতর পালনের উপায়

কবুতর পালনের উপায়
Yellow jacobin
 Jacobin


অনেকের ধারনা কবুতর পালন  জটিল বিষয় । কবুতর কিভাবে লালন পালন করবে তা নিয়ে চিন্তিত থাকে।
কবুতর পালন করতে বেশি জায়গাও লাগে না আবার অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়, বাচ্চার দামও বেশি পাওয়া যায় । মোট কথা লাভজনক এই পাখি পালনের জন্য বাড়তি জ্ঞান ও শিক্ষার প্রয়োজনও পড়ে না, শুধুমাত্র সামান্য নজরদারি আর সতর্ক হলেই কবুতর পালন  করে বেকারত্ব দূর করা যায়। সেই সঙ্গে সংসারে বাড়তি কিছু টাকাও যোগ করা সম্ভব। এ ছাড়াও চিত্তবিনোদনের একটি আকর্ষণীয় উপায় হলো কবুতর পালন । কবুতর প্রতি মাসে দুটি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স ২১ দিন হলেই বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্য পাখির মতো কবুতর খাদ্যের অপচয় বেশি করে না। বরং বলা যায় অপচয়রোধী পাখি কবুতর।

Friday, June 19, 2015

About Pigeons Keeping

INTRO:

Some folks consider them an endearing part of urban life, others see them as an aggravation, but everyone recognizes this familiar wild neighbor.
Pigeons may have been the first bird species to be domesticated, possibly as early as 6,500 years ago.The Egyptians used rare pigeons to carry the news of the coronation of Ramses III—more than 3,000 years before the United States was founded.Like so many Americans, the rock dove, as the species also is known, is a European immigrant: pigeons were introduced to North America by early European settlers.